প্রকৃতি
পাথরের মূর্তি কল্পনায় জীবন্ত
ভক্তির নেই অন্ত
জগৎ জননী মা , ভক্তিতে গদ্ গদ্ ,
অথচ গর্ভধারিনী মা
কখনো ঘুরে রাস্তায়
কখনো বৃদ্ধাশ্রমে বসে পস্তায় ।
চিহ্নিত করেই ভ্রুণহত্যা
ভদ্রতার আলখাল্লায়,
মাকে হত্যা নয় ?
রিপুর বশে লোলুপ দৃষ্টি
চলতে-ফিরতে একা পেলে
চেতনায় অনাসৃষ্টি ,
মা হয় নস্টা !
দানব পুরুষের
কামের শিকার
তবু সে ভ্রষ্টা ।
উলঙ্গিনী কপালিনী
মাতৃভাবে পূজা
অথচ কালো বলে কত মেয়ে
অহর্নিশি পায় সাজা।
মাটি আর পাথরে নয়
পূজ মাতৃজাতি
সৃষ্টিতে অপরিহার্য
পুরুষ -প্রকৃতি ।
No comments:
Post a Comment