Thursday, March 31, 2022

বিজন বোস

প্রকৃতি

পাথরের মূর্তি কল্পনায় জীবন্ত
ভক্তির নেই অন্ত
জগৎ জননী মা , ভক্তিতে গদ্ গদ্ ,
অথচ গর্ভধারিনী মা
কখনো ঘুরে রাস্তায়
কখনো বৃদ্ধাশ্রমে বসে পস্তায় ।

চিহ্নিত করেই ভ্রুণহত্যা
ভদ্রতার আলখাল্লায়,
মাকে হত্যা নয় ?
রিপুর বশে লোলুপ দৃষ্টি
চলতে-ফিরতে একা পেলে
চেতনায় অনাসৃষ্টি ,
মা হয় নস্টা !
দানব পুরুষের
কামের শিকার
তবু সে ভ্রষ্টা ।
উলঙ্গিনী কপালিনী
মাতৃভাবে পূজা
অথচ কালো বলে কত মেয়ে
অহর্নিশি পায় সাজা।

মাটি আর পাথরে নয়
পূজ মাতৃজাতি
সৃষ্টিতে অপরিহার্য
পুরুষ -প্রকৃতি ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...