Thursday, March 31, 2022

মৌসুমী গোয়ালা

রঙের খেলা

এক ফোঁটা, দুই ফোঁটা, তিন ফোঁটা, রঙ
তরল ধারায় মিলাই অবিরাম।
খুঁজে পাইনা সে রঙটাকে,
যার পরশে স্নিগ্ধতা আরাম।

রঙের নেশায় বুঁদ হয়ে
পরতে পরতে মিশিয়ে চলি।
ইপ্সিত রঙের প্রবল আশে
আঁচড় কাটে আমার তুলি।

আঁকতে থাকে মরু প্রান্তর,
ধূসর কান্ডে নবীন পাতা।
অন্তর্মানসে প্রগাঢ় চেতনার প্রবাহ
বর্ষোপলেরর শিরে রঙিন ছাতা।

এলোমেলো ভাবে মিশে গিয়ে,
তৈরি করে নিরবচ্ছিন্ন বর্ণালি।
নির্বর্ষ তরলের অতল স্রোতে,
ভেসে যায় বিভ্রান্ত রঙ-গুলি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...