প্রেমের বিগলিত চোখে 
তুমি কোনদিন হারিয়ে যেয়োনা আমার কাছে 
আমি তোমার দু'বাহুর ডোরে পরাজিত হয়ে
তোমার করুণা চাই  --- ভালবাসা হয়ে 
হৃদয়ের কোষে কোষে বেঁচে থাকি চিরকাল। 
হে আমার সময় হে আমার নন্দিত আঁধার
আমাকে প্রেমের কাছে পরাজিত হতে দাও
প্রেমের বিগলিত চোখে আমি ভেসে যাই 
বিরামবিহীন অনন্ত মহানভে।                                           
No comments:
Post a Comment