গর্ভপাত
ভোরের গর্ভ ফুটে সবেমাত্র জন্ম
সদ্যোজাত স্বল্প প্রাণের ।
সবুজের গন্ধ দেহ কোষে মেখে
কচিকচি হাতে পায়ে চোখের
আঙ্গিনায় কুসুম তুলছে,হাঁটছে,
দৌড়ুচ্ছে ওরা...
শুধুমাত্র একটু পূর্বের উষ্ণতা ও
সন্ধ্যার তারার স্পর্শ পাবে বলে
মুখে ঠোঁটে স্যাঁতসেঁতে হাসির
স্তব্ধতা গেঁথে লাঙল নিয়ে
বিন্দু বিন্দু রক্ত বপন করছে প্রাণগুলো।
ভোরের গর্ভ ফুটে সবেমাত্র জন্ম
সদ্যোজাত স্বল্প প্রাণের।
No comments:
Post a Comment