Thursday, March 31, 2022

অমিত রুদ্র পাল

গর্ভপাত 
   
ভোরের গর্ভ ফুটে সবেমাত্র জন্ম
সদ্যোজাত স্বল্প  প্রাণের ।
সবুজের গন্ধ দেহ কোষে মেখে
কচিকচি হাতে পায়ে চোখের
আঙ্গিনায় কুসুম তুলছে,হাঁটছে,
দৌড়ুচ্ছে ওরা...
শুধুমাত্র একটু পূর্বের উষ্ণতা ও
সন্ধ্যার তারার স্পর্শ পাবে বলে
মুখে ঠোঁটে স্যাঁতসেঁতে হাসির 
স্তব্ধতা গেঁথে লাঙল নিয়ে 
বিন্দু বিন্দু রক্ত বপন করছে প্রাণগুলো।
ভোরের গর্ভ ফুটে সবেমাত্র জন্ম
সদ্যোজাত স্বল্প প্রাণের।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...