Thursday, March 31, 2022

মোঃ রুবেল

তারপর
     
তারপর থেকে,
রাতের বুক জুড়ে ভয়ানক অমাবস‍্যার দাপট।
এই ঘোর অন্ধকারে বাঁচা-মরার খেলা অনুষ্ঠিত হয়।
কত জীবনের রক্ত-দাগ গায়ে মেখেছে-
তা কেবল রাতই জানে। 
রাতের বুকে কান পাতলেই শোনা যায়-
শত-সহস্র কাতর কান্না শব্দ।
 
নিযুত অভিশপ্ত দাগ ঝেড়ে ফেলে,
রাত প্রেমের কবিতার ঘাড়ে ভর করে একটি রাত প্রসব করতে চায়--
নির্ভয় রাত, জ‍্যোৎস্না রাত, প্রেম ভরপুর রাত।।
তবে আমরা তার স্থায়িত্ব মেপে দেই।
কেবল বারো ঘন্টা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...