Thursday, March 31, 2022

মোঃ রুবেল

তারপর
     
তারপর থেকে,
রাতের বুক জুড়ে ভয়ানক অমাবস‍্যার দাপট।
এই ঘোর অন্ধকারে বাঁচা-মরার খেলা অনুষ্ঠিত হয়।
কত জীবনের রক্ত-দাগ গায়ে মেখেছে-
তা কেবল রাতই জানে। 
রাতের বুকে কান পাতলেই শোনা যায়-
শত-সহস্র কাতর কান্না শব্দ।
 
নিযুত অভিশপ্ত দাগ ঝেড়ে ফেলে,
রাত প্রেমের কবিতার ঘাড়ে ভর করে একটি রাত প্রসব করতে চায়--
নির্ভয় রাত, জ‍্যোৎস্না রাত, প্রেম ভরপুর রাত।।
তবে আমরা তার স্থায়িত্ব মেপে দেই।
কেবল বারো ঘন্টা।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...