Thursday, March 31, 2022

সঞ্জয় দত্ত

মিনারের চোখ

ইতিহাস,
শুধু ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে কয়েক শতাব্দী।
বুকে এঁকে রেখেছে আগামীর শিক্ষা।

নিগ্রহ হয়েছিল অনেকবার অনাকাঙ্ক্ষিত দুর্যোগের।
শিরদাঁড়া ভাঙেনি কোনো অব্দে!

আগুনের চোখে চোখ রেখে সংযম করতে শিখেছে।
ভেবেছে শুধু অস্তিত্ব!

কখনো আবার মাথার উপর বজ্র এসে খেলা করে!
দেখেছে স্বদেশের স্থায়িত্ব।

দুটি পাহাড়ের তুমুল সংঘর্ষে নিহত হল কিছু বৃষ্টিবিন্দু!
ওরা বুঝে নি তাদের মায়ের স্নেহ!

কিছু সময় মেদিনীর বর্ষাবরন দেখে উদ্বিগ্ন হই,
কিন্তু, আমার কিছুই করার থাকে না।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...