Thursday, March 31, 2022

শ্রীমান দাস

বিনিদ্র রাতের শংসাপত্র

কতোবার বুজেছি দু'চোখ
বিনিদ্র রাতটাকে পরাস্ত করবো বলে,
প্রত্যুষে ধ্বনি তুলবে গনজাগরণ
জাগাবে এসে আমাদের প্রিয় রঙ
ঘুমোতে চেয়েছি তাই নিজের জন্য
নিজের মতো করে একটু হলেও।

অথচ, মন কেমনের রাত 
চোখের পর্দা জুড়ে শুধুই তোমার অবয়ব।
খানিকটা তন্দ্রাভাব এলেই
চোখের পাতায় অনুভব করি তোমায়
বুকের সোহাগ ঢেলে সহস্র চুম্বন ...

রাত পোহালেই আমাদের মিছিল
তোমারও অপেক্ষা সূর্য ওঠার,
কন্ঠে কন্ঠ মিলিয়ে বলবে,ভালোবাসি।
শাসকের দৃষ্টি এড়িয়ে দিয়ে যাবে
অগণিত চুম্বন ...

ভাবতে ভাবতেই বেজে উঠলো প্রভাত
দুয়ার খুলেই হাতে পেয়েছি
আরেকটি বিনিদ্র রাতের শংসাপত্র।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...