Thursday, March 31, 2022

লিটন শব্দকর

বকেয়া বসন্ত

মায়াপুকুরে অযুত শ্যাপলা ফুটে আছে
ফিরে তাকানোর বসন্ত ফাঁকির খাতায়,
খুব করে ছুটি চেয়েছিলো শেষ হুইসেল।

বসন্ত চলে এলে স্মৃতিগাছে দুটো পাখি
ধুলো ওড়া মেঠোপথটা এখন আর কই!
দুপুরবেলা কোকিলের দায়িত্ব ও কর্তব্য।

আমি দূঃখ শব্দে লজ্জা পাই ব্যস্ত দিনে
কাছাকাছি চেনা চুলের গন্ধের উষ্ণ ভ্রম,
জড়াতে জড়াতে ফুরিয়েছে সেই কখন।

বাকি রইলো শুধু কতকগুলি বসন্তকাল,
বসন্তবৌরি খাতায় লিখে যাচ্ছে নোটস্।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...