Thursday, March 31, 2022

মিঠুন দেবনাথ

জীবন যুদ্ধ
 
যখন কেহ জিঞ্জেস করে
কেমন আছ তুমি?
ভালো নেই,এই উত্তর টা,
দিতে চাই না আমি।

যদি বলি ভালো নেই,
করা হবে নানাহ প্রশ্ন।
তার উত্তর দিতে বিরক্ত লাগবে যেই।

একটা ই তো ছোট্ট মাথা,
তার ভেতর শান্তি অশান্তির 
অজস্র মালা গাথা।
প্রতিনিয়ত ঘোরে চলে,
কত হিসেব কত যুদ্ধ কত চাওয়া ,
কত না পাওয়া ধ্বনি প্রতিধ্বনি
আর,
 সুখ দুঃখের মালা যে গাথা।।

শোনেনা জানেনা ত কেউ,
তবুও মচকী হেসে বলতে হয়,
ভালো আছি আমি।
কিন্তু, 
মনে যে প্রতিনিয়ত চলছে অশান্তির ঢেউ।।

কখনো পেটে থাকেনা 
এক গ্রাস ক্ষুধার অন্ন।
আবার কখনো নিজেকে করতে হচ্ছে 
ব‍্যবহারের পণ‍্য।।
জীবন ভেলা আর চায় না চলতে।
শান্তি অশান্তি সদা প্রস্তুত, 
জীবনের সাথে খেলতে।।

জীবন যুদ্ধে প্রতিনিয়ত,
হেরে চলে কতশত প্রান।
কেহ কি করবে তার হিসাব,
কেহ পাবে ও না তার ঘ্রাণ।।

মুখে থাকে মুচকি হাসি,
অন্তরেতে জলন্ত অগ্নিপিন্ড।
জীবন বাধা, হয়ে শান্তি  অশান্তির দাস দাসি।
জীবনকে প্রতিনিয়ত করে চলে খন্ড খন্ড।।

তবু বলি ভালো আছি।
দেহের তো হয়নি মরন, 
মরেছে তো মন।
আর আমি না মরে বেঁচে আছি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...