Thursday, March 31, 2022

ড. রঞ্জিত দে

আশ্রয়

এখন ফাগুণ মাস
পলাশের বনে আগুনের ফুলকি,
বসন্ত বাতাসে হিমেশ ছোঁয়া নেই।
পাহাড়ি উপত্যকায় রাবার বাগান
সবুজ অরণ্য,ঝর্নার জল খলখল হাসে,
কৃষ্ণচূড়ার ডালে ডালে লাল আধারের খেলা
ভ্রমর গান গেয়ে চলে
আমের বনে অফুরান পুষ্প মুঞ্জরী 
গাছে গাছে পাখী ডাকে।
নির্জণ দুপুরে ঝিঁঝিঁ পোকার গান।
রাতের আঁধারে জোনাকি আলো,
পথ চলার সাথী,
আকাশে তারারা উঁকি মেরে দেখে,
বনের হরিণ শাবক ঘুমে কাতর।
আকাশে ঘোমটে আলোয়
পেঁচা উড়ে চলে
মুষিকেয়া ভীত হয়ে আশ্রয় খোঁজে,
শুধু মানুষ অসহায় যেন আশ্রয়হীন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...