Thursday, March 31, 2022

নন্দিতা চক্রবর্তী

ছেড়া সুর 

কবিতার কথা আর মনে নেই,
হারিয়ে গেছে সে আজ কতদূর
কোন বিষয় ই তাকে টানে না
না ফেরার আনন্দে ভরপুর।

নীলাকাশ,  ছায়ামেঘ , টুপটাপ
কিছুতেই সুর আর বাজে না,
ছন্দ ভাবছে বসে চুপচাপ
কেন সে কবির তানে  সাজে না।

বাক্ হারা মূক পাখি চেয়ে রয়,
ব্যথায় ব্যথায় ভরা তার মন,
রসের আজ তো সে কেউ নয়,
নীরস ছন্দহীন এ জীবন।

যাক্ না সে যেতে পারে যতদূর,
ডাকবো না আর তাকে পিছু ডাক,
মুক্তির আনন্দে ভরপুর,
দূরে, আরো দূরে  চলে যায়,যাক্।

কবিতার কথা আর মনে নেই,
হারিয়ে গেছে সে  আজ কতদূর,
কান্না হাসির  সাথে দেখা নেই,
বেহাগের ছেড়া সাজে  বাজে সুর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...