Thursday, March 31, 2022

সৃজা ঘোষ

আড়ি

জীবনটা যায় জ্বলে পুড়ে 
মোমের মতো গলে,
দগ্ধ হচ্ছে মনের ভিতর
জ্বলছে দাবানলে ।

বলতো যারা পাশে অছি
নেইকো তারা পাশে,
দূর থেকে আজ তারাই যেন
মুখ লুকিয়ে হাসে।

দুঃখের দিনটা কাটছে মোদের
হোচট খেতে খেতে,
একলা চলার পথিক মোরা
যাকনা দুঃখে কেটে।

এ জীবনে চলতে গিয়ে
পাচ্ছি অনেক বাধা,
আজব এই দুনিয়াতে
সবই গোলক ধাঁধা।

সব দুঃখ পেরিয়ে যখন
দেবো সুখে পাড়ি,
তখন কিন্তু তাঁদের সাথে
থাকবে আমার আড়ি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...