Thursday, March 31, 2022

সৃজা ঘোষ

আড়ি

জীবনটা যায় জ্বলে পুড়ে 
মোমের মতো গলে,
দগ্ধ হচ্ছে মনের ভিতর
জ্বলছে দাবানলে ।

বলতো যারা পাশে অছি
নেইকো তারা পাশে,
দূর থেকে আজ তারাই যেন
মুখ লুকিয়ে হাসে।

দুঃখের দিনটা কাটছে মোদের
হোচট খেতে খেতে,
একলা চলার পথিক মোরা
যাকনা দুঃখে কেটে।

এ জীবনে চলতে গিয়ে
পাচ্ছি অনেক বাধা,
আজব এই দুনিয়াতে
সবই গোলক ধাঁধা।

সব দুঃখ পেরিয়ে যখন
দেবো সুখে পাড়ি,
তখন কিন্তু তাঁদের সাথে
থাকবে আমার আড়ি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...