আড়ি
জীবনটা যায় জ্বলে পুড়ে
মোমের মতো গলে,
দগ্ধ হচ্ছে মনের ভিতর
জ্বলছে দাবানলে ।
বলতো যারা পাশে অছি
নেইকো তারা পাশে,
দূর থেকে আজ তারাই যেন
মুখ লুকিয়ে হাসে।
দুঃখের দিনটা কাটছে মোদের
হোচট খেতে খেতে,
একলা চলার পথিক মোরা
যাকনা দুঃখে কেটে।
এ জীবনে চলতে গিয়ে
পাচ্ছি অনেক বাধা,
আজব এই দুনিয়াতে
সবই গোলক ধাঁধা।
সব দুঃখ পেরিয়ে যখন
দেবো সুখে পাড়ি,
তখন কিন্তু তাঁদের সাথে
থাকবে আমার আড়ি।
No comments:
Post a Comment