Thursday, March 31, 2022

গোপাল দে

সমাধান

ক্রোশের পর ক্রোশ চলতে চলতে
এক অসম সীমারেখায়
হঠাৎ থমকে দাঁড়ায় জীবন গাড়ি।
জরাজীর্ন এই পৃথিবীর পানে
উঁকি মেরে দেখে
কিছু প্রশ্ন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে
সঠিক উত্তরের আশায়।
এখানে দুর্বলের উপর অবাধে চলে
সবলের আসুরিক অত‍্যাচার,
কারণ কার্যের ধার না ধরে
প্রতিনিয়ত চলছে শোষণ,ধর্ষণ আর
মিথ‍্যাচারের গল্প।
কবির স্বপ্নে দেখা রঙিন পৃথিবী এখন
ধর্মযুদ্ধ আর ভ্রাতৃহত‍্যার নীরব সাক্ষী।
জীবনের জয়গানের স্বপ্ন এখানে গুমড়ে কাঁদে,
ভালোবাসার তুলিতে শেষ কালিবিন্দুটিও
অট্টহাসি দিয়ে শুকিয়ে যায় নিমেষে,
হাজার রক্তবিন্দু আজও প্রশ্ন করে,
পেতে চায় এই জীবনযুদ্ধের
নিশ্চিত সমাধান।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...