Thursday, March 31, 2022

সম্পাদকীয়

কোথায় কি, পান্তাভাতে ঘি! এ যাবৎ কতকিছুই ভাবা হয়, অধিকাংশই করা হয়ে উঠে না। বেশিরভাগ সময়ই অন্তরায় হয় পরিস্থিতি। ভাবনার জগৎ বড় সুন্দর। ভাবনা থেকেই কিছু কিছু কবিতা আসে, তা নিয়েই যাপন হয় কিছু মানুষের। অনেক কবির। এই সংখ্যাটিতে আমরা সেটিই দেখানোর চেষ্টা করেছি। যাঁদের লেখা আমরা নিতে পারিনি, নিতান্তই ভুলভ্রান্তি ও যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের কাছে আমাদের ক্ষমাপ্রার্থনা রইলো। মানবজাতির কল্যাণে সাহিত্যও অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধি করুক এ আশা রাখছি। সকলে কুশলে থাকুন।

বিনীত
সম্পাদক
মনন স্রোত


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...