Thursday, March 31, 2022

হৃদয় শীল

উদ্দেশ্য

আজো বুঝলো না । মানুষ হয়ে মানুষের কুলে জন্ম। কারুর কাছে সুখের কারণ কাছের গর্বের। এই দেহটা যে জীবনে চলার পথে নিমিত্ত মাত্র। প্রকৃতি উপাদানে তৈরি দেহ সৌন্দর্য, একদিন প্রকৃতিতে মিশে যাবে। তারই মধ্যে জাবতিক মায়া মমতা বন্ধন। তারই মধ্যে কে ধনী হতে পেরেছে কে গরিব। কে ভালো হতে পেরেছে কি খারাপ। সুখ কে সবাই সর্বদা দেহে আকর্ষণ করে। এগুলির মধ্যে সমাজের মধ্যে তোমার শ্রেষ্ঠ তা প্রকাশ করা। এগুলি মধ্যে একে অন্যের দুঃখকে ভাগ করে নেয়া উচিত। নিজর সুখ টাকে একে অন্যের সাথে ভাগ করে নেওয়া। এই দেহটা যে গুণের সমষ্টি। দেহ মৃত্যুর পরেও যেন মানুষ তোমাকে তাদের অন্তরে স্থান দিতে পারে। সেই ভাবনায়় গড়ে তুলো জীবন। শুধু চাই এই জিবনের চলার পথে কিছু প্রয়োজনীয় তার উপাদান। সেটা তোমার মধ্যে বিদ্যমান। ধৈর্য,শক্তি, নিষ্ঠা ,ভক্তি ,প্রেম, শ্রদ্ধা, দয়ালু , বুদ্ধি। 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...