Thursday, March 31, 2022

গৌরব নাথ

আমাকে কেন?

তোর ঠোঁটের পাশে যে দুধের ফেনা লেগে থাকতো
ওটা শুধু আমার চোখেই কেন ঝলসে উঠতো?
ই- রিক্সার চাকার ভয়টা শুধু 
আমায়‌ই কেনো উত্তেজিত করতো?

মনোবিদ্যার হিউম্যান কন্সাসনেসের কনসেপ্টটা
তোর বদলে আমাকেই কেন বারবার পড়তে হতো?হয়তো তোর থেকে ওটা আমিই বেশী লিখেছি পাতায় ; তোর আঙুলে উঠার জন্য।

কেন আমাকেই বার বার তোর পেছনে থেকে বনকপোতের মতো ; ফাজলামো গুলোকে আশকাড়া দিতে হতো?

তানপোড়ায় লিরিক্সটা কেন আমাকেই ধরিয়ে দিতে হতো? কেন আমাকেই তোর গুমড়ো মুখে হল্লুকের কন্টেন্টটা প্রাঞ্জলিত করতে হতো?

তোর প্রত্যেকটা দুরন্তপনার ফতোয়া কেন আমাকেই জারি করতে হতো?
আর মুখটা যখন সামান্য দুটি একটি সংখ্যার দৌলতে হতোদ্যম হয়ে যেতো তখন আমার প্রতিই তর অভিনিবেশ কেন জাগতো?

বিসলারির বোতল ছিলাম নাকি
রোদেই শুধু তৃষ্ণাটা অনুভব করতে পারতি!
লালা গুলি শুকিয়ে যাওয়ার পর! 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...