ময়লা ফেলা
সকাল আটটা।
শ্যামলীমায় ময়লার গাড়ী এসে দাঁড়াল
আট নাম্বার ব্লকের সামনে।
পরপর তিনবার বাঁশী বেজে উঠল।
সমীর তার ঘর থেকে
ময়লার প্যাকেট নিয়ে বেরিয়ে আসে।
ময়লা ফেলে দিতে দিতে ভাবে ;
ঘরের ময়লাতো ফেলে দিলাম,
মনের ময়লা ফেলব কোথায়?
মনের ময়লা কী ফেলা যায়?
No comments:
Post a Comment