Thursday, March 31, 2022

অতনু রায় চৌধুরী

সব অচেনা

মুঠো খুলে তোমার কাছে বিলিয়ে দিলাম,
একটা ভোরের শীতে তোমার কোলে স্বপ্নটা জমা রাখলাম।
ঘড়ির কাঁটা আমাকে থামতে দিচ্ছে না,
তবুও শরীর জুড়ে বেড়ে চলছে তাপমাত্রা।
আমাকে হাঁটতে হচ্ছে একাই, চারদিকে সব অচেনা 
পাশে যে দাঁড়িয়ে আছে সেও তোমার থেকেই সৃষ্টি।
তাই আমি তাকে চেনার চেষ্টা করছি 
যদি জানতে পারতাম কীভাবে কতটা যত্নের শেষে সে বেঁচে উঠেছে।
তবে আমিও ঠিক একই ভাবে যত্নে গড়ে তুলতাম 
আমার স্বপ্নের ফসল গুলোকে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...