Thursday, March 31, 2022

সায়ন পাল

অনুভূতি

ঐ বোবা মেয়েটাও পৃথিবীতে বাঁচতে চায়,
সুন্দর ভুবনে উল্লাসে দিন কাটাতে চায়।
ইচ্ছে হয় দূর চিলের সঙ্গে উড়ে যেতে,
সংসার কাননের মনোহর মুহূর্তের সাক্ষী থাকতে।
প্রতিবন্ধকতার দেওয়াল ভেঙে জীবনের ঘ্রাণ নিতে,
ঘর বাক্সে বন্দী না থেকে বাইরের সৌন্দর্যের ভাগীদার হতে।
কেন বাড়ির নিত্যকর্মের ব্রতী থাকবে মেয়েটা?
বাকশক্তি অধিকারীদের নিত্য সেবার সেবিকা হবে ছোট্ট জীবনটা?
সেও অনুভূতির ভাগীদার, আনন্দের দোলায় দুলতে চাই,
উল্লাসের রঙে ছোট্ট জীবন টাকে রাঙাতে চায়।
সেউজী পৃথিবীর নানা সুন্দর বস্তুর অংশীদার,
জীবনের সুখ উল্লাসের প্রতি তার ও যে আছে পূর্ণ অধিকার।।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...