Thursday, March 31, 2022

দুলাল চক্রবর্তী

এক সাথে পথচলা

একদিন হাত ধরে তোমায় এনেছিলাম
জীবনসঙ্গিনী করে,
রূপ দেখে নয়, মন দিয়ে তোমায়
বেঁধেছি ভালোবাসার ডোরে।

যৌবনের ডাকে ভেসেছি দুজনে মিলে
দিয়েছি সংসার-সমুদ্র পাড়ি,
সুখ-দুঃখকে সামনে নিয়ে চলি
দীর্ঘজীবন ধরি।

রোগে- শোকে,ভাগাভাগি করে তবে
শিয়রে রয়েছি জেগে,
অভিযোগ আর মান-অভিমান সেও
থাকতো কখনো লেগে।

তবুও,ভালোবাসা দিয়ে টেনেছি দু'জনে
রচেছি যে খেলাঘর,
দীর্ঘ সময় পথচলি হাত ধরে
কেউ হইনি কখনো পর।

বার্ধক্যের এই শেষ বেলাতেও চলি
একসাথে ধরে হাত,
দুজনা- দুজনে ভালোবাসিয়াছি
আজীবন রবো একসাথ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...