Thursday, March 31, 2022

দুলাল চক্রবর্তী

এক সাথে পথচলা

একদিন হাত ধরে তোমায় এনেছিলাম
জীবনসঙ্গিনী করে,
রূপ দেখে নয়, মন দিয়ে তোমায়
বেঁধেছি ভালোবাসার ডোরে।

যৌবনের ডাকে ভেসেছি দুজনে মিলে
দিয়েছি সংসার-সমুদ্র পাড়ি,
সুখ-দুঃখকে সামনে নিয়ে চলি
দীর্ঘজীবন ধরি।

রোগে- শোকে,ভাগাভাগি করে তবে
শিয়রে রয়েছি জেগে,
অভিযোগ আর মান-অভিমান সেও
থাকতো কখনো লেগে।

তবুও,ভালোবাসা দিয়ে টেনেছি দু'জনে
রচেছি যে খেলাঘর,
দীর্ঘ সময় পথচলি হাত ধরে
কেউ হইনি কখনো পর।

বার্ধক্যের এই শেষ বেলাতেও চলি
একসাথে ধরে হাত,
দুজনা- দুজনে ভালোবাসিয়াছি
আজীবন রবো একসাথ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...