Monday, June 10, 2019

সামিন শুভ

উন্মাদ-যৌবন


বৃষ্টি ভিজে চাঁদনি রাত ভিজে ভিজে ছাদ

যৌবন ছোয়াতে আজ মন উন্মাদ,

চাই প্রেয়সী তোমায় ভূল বোঝনা আমায়

ভাসবো দু'জন মিলে প্রেম যমুনায়।

ঝিরঝির মুক্ত ঝড়ে খোলা চুলে পিঠের পরে

উলঙ্গ পা মেঝে শরির'টায় শিরশির ধরে,

কুয়াশার ধোয়া ঠোঁটে নোনা স্বাধের ছোয়া

আঙ্গুলগুলো খেলে যায় আবিস্কারের জোয়া।

চোখে তোমার লজ্জা মনে জমে ভয়

বাহিরের সাথে ঝড় ভীতর'টায়ও বয়,

হাতে হাত চেপে,  পায়ে পা চেপে

বুকে বুক চেপে শরির'টাকে যায় মেপে।

শুধু ভালোবাসি ভালোবাসি কানের কোনে মৃদু হাসি

সারা দেহে প্রিয়া তোমার লাঙ্গল চালায় নিষ্ঠুর চাষি,

গমগম সেই ভালোবাসি বুঝলেনা তার মিছরি হাসি

ভুলিয়ে বালিয়ে  প্রিয় তোমার

দেহ'কে আজ করলো বাসি ||


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...