Monday, June 10, 2019

দিপ্সী দে

তৃষ্ণার্ত পথিক 
  
    
এক পাগলছেলে পাগল নাকি -তুমি!
এত কান্না কেন শুনি?
সারাদিন এই নিষ্ঠুর শহরে বলে- বেড়াও,
নিষ্ঠুর পথিক এক আমি।
এত তৃষ্ণার্ত কেন তুমি?
একি অনেকদিনের পুরাতন-
তৃষ্ণা?
তোমার সাথে কথা বললে নাকি -
ডুবে যায় চোরাবালির দেশে।
গেছিল বুঝি কেউ ডুবে?
ডুবে, সেই চোরাবালির দেশে?
তো বেশ আমি  চোরাবালিতেই- ভাসি। 
    হারিয়ে যায় যদি 
তলিয়ে যায় যদি
খুঁজবে কেমন করে?
তখন তুমি মাতাল দেশেরবাসী। 
বালিকা আমি মাতাল-
দেশেরবাসী।
পাগল পথচারী তৃষ্ণার্ত এক-
পথিক।


       


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...