একটি সুনয়না
অদ্ভুত চোখে তোর দিকে তাকিয়ে
আমি রঙিন এঁকেছি স্বপ্ন,
চোখ দুখানি যতবার দেখেছি
রোজ হয়েছি তোর প্রেমে মগ্ন।
নির্ঝর হাসি, চুল রাশি রাশি
তুলে দেয় প্রেম ঢেউ
ভুলে থাকা দায়, চোখ ফিরে যায়
ইশারায় ডাকে কেউ।
মনে সংশয়, যদি ভুল হয়
হতে পারে সব শেষ,
রইলে এমন ভালো কি হবে !
না, লাগছে না তো বেশ।
সুনয়না ওরে, ভালোবাসি তোরে
ফিরায়ে দিস না আজ,
বুকে ব্যথা বাড়ে মনের ঘরে
রোজ বাজছে প্রেমের বাজ।
No comments:
Post a Comment