Monday, June 10, 2019

মোঃ রুবেল

ধর্ম নিরপেক্ষতা

পরম সহিষ্ণু ধর্মমতে বিশ্বাসী-

ভারতবাসী।

বাজালো আজ বিশ্বজুড়ে ধর্ম নিরপেক্ষতার বাঁশি।।

হিন্দু , মুসলিম , বৌদ্ধ , ক্রীশচান বেঁধেছে এক সুরে।

সমগ্র বসুন্ধরার দৃষ্টান্ত রয়েছে ভারতেই তরে।।

খাদ্যাভাস আর পোশাক-পরিচ্ছদে ভিন্ন সবাই বটে।

কিন্তু ধর্ম যার যার; উৎসব সবার এই মতার্দশেই ছুটে।।

লাগিল প্রশান্তি উন্মুক্ত দিগন্তে  নিরপেক্ষতার ছোঁয়ায়।

শান্তির কপোত উড়ায় মানুষ আনন্দ নৃত্যধারায়।

পূর্ব দিগন্তে উঠেছে দিনমণি শান্তির জয়গানে।

মানুষ মেতেছে আজ ভ্রাতৃত্ববোধের টানে।।

দিক্-দিগন্তে প্রচার করব ধর্ম নিরপেক্ষতার বাণী।

নিখিলে আজ করবে পরাস্ত ধর্মীয় অজ্ঞাতার গ্লানি।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...