Monday, June 10, 2019

সৈকত সরকার

দেখা না দেখা


আমি দেখেছি 
আমার মনের মৃত্যু 
একটু একটু করে,


আমি দেখেছি
তোমার চলে যাওয়া
অন্যের হাতধরে ।


আমি দেখেছি
কত নোনাজল বয়
চোখের রাস্তা হয়ে,


আমি দেখেছি
খরস্রোতে সুখ
গেছে সব ধুয়ে।


আমি দেখেছি
সিগারেটে
পুড়েছে শত আশ,


আমি দেখিনি
তোমার চোখে 
আমার সর্বনাশ।।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...