Monday, June 10, 2019

সৈকত সরকার

দেখা না দেখা


আমি দেখেছি 
আমার মনের মৃত্যু 
একটু একটু করে,


আমি দেখেছি
তোমার চলে যাওয়া
অন্যের হাতধরে ।


আমি দেখেছি
কত নোনাজল বয়
চোখের রাস্তা হয়ে,


আমি দেখেছি
খরস্রোতে সুখ
গেছে সব ধুয়ে।


আমি দেখেছি
সিগারেটে
পুড়েছে শত আশ,


আমি দেখিনি
তোমার চোখে 
আমার সর্বনাশ।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...