দেখা না দেখা
আমি দেখেছি
আমার মনের মৃত্যু
একটু একটু করে,
আমি দেখেছি
তোমার চলে যাওয়া
অন্যের হাতধরে ।
আমি দেখেছি
কত নোনাজল বয়
চোখের রাস্তা হয়ে,
আমি দেখেছি
খরস্রোতে সুখ
গেছে সব ধুয়ে।
আমি দেখেছি
সিগারেটে
পুড়েছে শত আশ,
আমি দেখিনি
তোমার চোখে
আমার সর্বনাশ।।
No comments:
Post a Comment