Monday, June 10, 2019

অভ্রজিৎ দেবনাথ

ভালোবাসার নিকোটিন

সেই অন্তহীন প্রেম এখন ইতিহাসে সমর্পিত তাই হাতে হাত ধরে দিগন্তের দুয়েক প্রান্ত চলার আগেই মানসিক এক্সিডেন্টে ট্রেন্ডিং স্টাইল না জানা ছেলেটা বড়ো বেকায়দায় পড়ে শপিং মল থেকে বেরিয়ে দুই নম্বরি সড়ক বরাবর ছুটতে ছুটতে সন্ধ্যা বেলায় ভাঙ্গা ব্রিজের উপর দাড়িয়ে ভূত- ভবিষ্যতের কল্পনা জল্পনা ছুঁড়ে ফেলার ধান্দায় সামান্য নিকোটিনের তলব করছিল এবং কার্যকরী আত্মনিয়ন্ত্রক জিন পরিস্থিতি বেসামালের বুঝে অগ্নিনির্বাপক ব্যবস্থায় সংযোগ স্থাপনের লাগাতর চেষ্টা করেও অসমর্থ হওয়ায় নিরাশায় চক্রব্যুহে কাতর অভিমন্যুর সাইকোলোজি বোঝার চেষ্টা চালিয়ে দুর্গম পথে এতদিন চালবাজি মেরে উতরে যাওয়ার কেচ্ছাকাহিনী রিমাইন্ড মারতে থাকে আর তখন কমবখত কোনো গোপন শক্তির আকর্ষণে দুই নম্বরি সড়কের দিকে নেত্রপাত করায় প্রত্যাশী রহস্যময় বা রহস্যময়ী কিছু দেখতে পাওয়ায় প্রতিদিন রহস্যের সন্ধানে বিকেলে বাবুমশাই ভাঙ্গা ব্রিজে এসে দাঁড়ায়।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...