Wednesday, June 12, 2019

কৃষ্ণধন নাথ

নাইবা পেলাম

নাইবা পেলেম ফুলের তোড়া
নাইবা দিলে মালা
নাইবা দিলে চাঁদের আলো
নাইবা মইলেম জ্বালা।

পথ খানিকে বাড়িয়ে দিয়ে
মাঠ দিলে এক মুঠো
পাখীর মতো ঘর বানালে
পুড়িয়ে খড় কুটো।

নাইবা পেলেম উত্তরীয়
নাইবা দিলে খেতাব
নাইবা দিলে অঙ্গুরীয়
নাইবা দিলে কেতাব।

মোমের বাতি জ্বালিয়ে দিয়ে ঘর
পুকুরটাকে ডুবিয়ে জলে
বানিয়ে দিলে সাগর
চোখের জলে জমিয়ে নিলে
ফুল হয়ে যায় পাখর।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...