নাইবা পেলাম
নাইবা পেলেম ফুলের তোড়া
নাইবা দিলে মালা
নাইবা দিলে চাঁদের আলো
নাইবা মইলেম জ্বালা।
পথ খানিকে বাড়িয়ে দিয়ে
মাঠ দিলে এক মুঠো
পাখীর মতো ঘর বানালে
পুড়িয়ে খড় কুটো।
নাইবা পেলেম উত্তরীয়
নাইবা দিলে খেতাব
নাইবা দিলে অঙ্গুরীয়
নাইবা দিলে কেতাব।
মোমের বাতি জ্বালিয়ে দিয়ে ঘর
পুকুরটাকে ডুবিয়ে জলে
বানিয়ে দিলে সাগর
চোখের জলে জমিয়ে নিলে
ফুল হয়ে যায় পাখর।
No comments:
Post a Comment