তুমি ফিরবে
তুমি ফিরবে বলে, অতন্দ্র প্রহরী জ্যোৎস্না রাতে-
অপলক ছলিত নয়ন খুঁজে তোমাই,
নীল দরিয়ার প্রান্তে ।
অভিধানহীন পতনের মত্ত ক্ষণিক আশা,
বহুদিন পর পেলাম চরম দহনে-
গিরিন্ত্র শেখরে হৃদয় তমায় ভেসে আসে ,
উদ্বেগ মেঘের দল -
ভূলোক থেকে দ্যূলোক খুঁজি জীবনের সীমান্তে ।।
নিস্তদ্ধতার নিবিড় সন্নিধ্যর মধ্য দিয়ে-
অদম্য ইচ্ছে গুলি মত্ত রাতের উল্মুক্ত বুকে
স্বপ্ন ছবি আঁকে-
চাঁদের অদম্য আলোর অপূর্ণ আকুতির,
বুকফাটা আর্তনাদ শোনতে পাই -
কাঁন্নার আবাহে।
ভেসে যাওয়া স্মৃতি অবাঞ্চিত মনে
ফিরে আসে উদাস গহনে-
লোহিত রব আঁকা ছিল রঙিন নয়নকোনে,
রোদন হয়ে ঝরে পরে অপূর্ণ দোহে ।।
সময়ে আভাস তম ক্ষণিক প্রণয়
অভিমানী মেঘের গর্জনে ফিরিয়ে
দেয় দূর্বাগত স্বপ্নগুলি-
অবাক চকিত নয়নে দেখি সিক্ত ভাবনার নিষ্ঠুরতা।
মেঘ বিলাসী প্রেয়সী রাত
হাসির হিল্লোল রাঙায় চোরা সুরের জ্যোৎস্না প্রহরে -
বাতায়নে মাঝে আকাশ থেকে
ভেঙে পরে বিষাদ তম
ভ্রান্ত নিষ্ঠুরতা ।
No comments:
Post a Comment