Wednesday, June 12, 2019

সজীব পাল

দীর্ঘ প্রতিক্ষায়

তোমার জন্যই বেঁচে থাকা,

ভালোবাসি মানবজনম ।
তোমার জন্যই এগিয়ে যাওয়া 
আপন করে মরণ।


তুমি ছিলে না, তুমি ছিলে 
অনুভূতি আর কবিতায়,
স্বপ্নকে সমীহ করে
বসে আছি দীর্ঘ প্রতীক্ষায় ।
বিষাদিত জীবন পথ এত মলিন,
তবু ভেবেছি সুন্দর মনোহর ।
যদি বলতে দেখা দেবো
কাটিয়ে দিতাম আরো সহস্র বছর ।
সমুদ্র সৈকতে যদি চন্দ্র নামে,
যদি চন্দ্র জ্যোতি তোমার না পরে গায়,
তবে বিষন্ন ঢেউয়ে ভেসে যাবো
তোমার প্রতীক্ষায় প্রতীক্ষায়  ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...