দীর্ঘ প্রতিক্ষায়
তোমার জন্যই বেঁচে থাকা,
ভালোবাসি মানবজনম ।
তোমার জন্যই এগিয়ে যাওয়া
আপন করে মরণ।
তুমি ছিলে না, তুমি ছিলে
অনুভূতি আর কবিতায়,
স্বপ্নকে সমীহ করে
বসে আছি দীর্ঘ প্রতীক্ষায় ।
বিষাদিত জীবন পথ এত মলিন,
তবু ভেবেছি সুন্দর মনোহর ।
যদি বলতে দেখা দেবো
কাটিয়ে দিতাম আরো সহস্র বছর ।
সমুদ্র সৈকতে যদি চন্দ্র নামে,
যদি চন্দ্র জ্যোতি তোমার না পরে গায়,
তবে বিষন্ন ঢেউয়ে ভেসে যাবো
তোমার প্রতীক্ষায় প্রতীক্ষায় ।
No comments:
Post a Comment