প্রতিবাদ হোক সম্রাটের মতো
ঘৃনার স্তব্ধ নগরীর সম্রাট
মৌন মিছিলে চাইছে মুক্তি।
হাতে বিষের শিশি সম্বল।
এ যেন মৃত্যুর সম্মিলন।
লালসায় ঘ্রাস এক জীবন্ত লাস।
উদ্বিগ্ন রবে নীরব হৃদয়ে
বাজাইয়ে বাঁচে যুক্তির রাগিনী।
বয়ে চলে যার বুকে কলকল স্বরে।
স্বরূপে রক্তিম রক্তধারা গড়িয়ে
বীর তুমি আজো সম্রাট।
অজেয় বিজয়ী তুমি।
তুমি খুঁদেছো ইতিহাস।
প্রতি প্রহর ঝরেছে রক্ত
যীশুর মত তোমার নিথর দেহে ।
অন্ধকার সরণি করবে পার
এইতো জাতির বিশ্বাস।
প্রতিবাদী হয়ে বাঁচবে সম্রাট
তুমি বাঁচবে সবার হৃদয়ে।
No comments:
Post a Comment