এক পশলা বৃষ্টি
মুক্ত ধারায় চলছিল আমার নিজস্ব মরুভূমি,/
সামান্য বৃষ্টিরও কোনো চাহিদা ছিল না।
নীল আকাশে কালো কালো মেঘের
মিলনে, তুমি এসেছিলে-
উত্তপ্ত বালিকণা শীতলায়নে।
ভিজেছি আপ্লুত মন নিয়ে তোমার মোহনায়,
কিন্তু সিক্ত হয়নি আজও এই মন।
পক্ষান্তরে চলেছ অহংকারি মন নিয়ে,
সহস্র আবেগ হত্যা করে-
তুমি, এক পশলা বৃষ্টি হয়ে।
No comments:
Post a Comment