Monday, June 10, 2019

পরিতোষ সরকার

এক পলা বৃষ্টি

মুক্ত ধারায় চলছিল আমার নিজস্ব মরুভূমি,/
সামান্য বৃষ্টিরও কোনো চাহিদা ছিল না।
নীল আকাশে কালো কালো মেঘের
মিলনে, তুমি এসেছিলে-
উত্তপ্ত বালিকণা শীতলায়নে।
ভিজেছি আপ্লুত মন নিয়ে তোমার মোহনায়,
কিন্তু সিক্ত হয়নি আজও এই মন।
পক্ষান্তরে চলেছ অহংকারি মন নিয়ে,
সহস্র আবেগ হত্যা করে-
তুমি, এক পশলা বৃষ্টি হয়ে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...