Sunday, June 16, 2019

সম্পাদকীয় প্যানেল

প্রতিটি লেখা প্রাণবন্ত। প্রতিটি কবিতাই এতেকটা দর্শন। এই সংখ্যায় বেশীরভাগ লেখকই নতুন। আমরা চেষ্টা করেছিলাম এই সংখ্যায় একেবারে নতুন লেখকদের লেখা নিয়ে হাজির হবো। তবে সেই অসাধ্যকে সাধন করা সম্ভব হয়ে উঠেনি। এই একটা কাজে আমরা ব্যর্থ হয়েছি এই সংখ্যায়। তবে ব্যর্থ হয়েই জিতেছি। নৈতিকতাকে টিকিয়ে রাখতে হেরে গেলে, সে হার বাস্তবে জেতার সমান। এই ব্যর্থতা আসলে জেতার আনন্দ দেয়। আমি মন খুলে এভাবেই সবকথা মন খুলে বলে ফেলি। আপনাদের কাছে লুকানোর মতো মননস্রোতের তেমন কিছু নেই। মনন স্রোত আপনাদেরই। আমাদের ডাকে যাঁরা সাড়া দিয়েছেন এবং নিজেদের লেখায় মনন স্নোতকে সমৃদ্ধ করেছেন, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

সবাই খুব ভালো থাকুন। জয় হিন্দ।

                  শুভেচ্ছা ও শ্রদ্ধা সহ
                        জয় দেবনাথ
                   ভারপ্রাপ্ত সম্পাদক
                          মনন স্রোত

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...