Monday, June 10, 2019

সোমেন চক্রবর্তী

বোধিবৃক্ষ 
               

সারাদিন ঝরে যাওয়া  ঘামের কাছে 
নত হওয়াই আমার আগামী ভোরের পুঁজি 

সেই ঘামের পুঁজি নিয়ে 
একটা বিশাল মরুভূমি পার করে যে দীঘির পাড়ে এসেছি
সে মনে করিয়ে দেয় আরও আরও ভোরের কথা 

সেই দীঘিটির কাছেও আমি কৃতজ্ঞ
তার স্থির জলে নিজের অস্থির প্রতিবিম্ব দেখি,
গভীরতায় ডুবে গিয়ে বিসর্জন দিই উপার্জিত গ্রীষ্ম   

তার চুলেই নিরঞ্জনা নদীর স্রোত 
বুকে আছে উষ্ণ চরাচরের ছায়া 

তার কুঁজো জলে ঠোঁট ভেজা পাখি আমি
আর কোন মরুভূমিতে নির্বাণ খুঁজি বলো

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...