Monday, June 10, 2019

সুমন দেবনাথ

আমি কেন দামি

হে অপূর্ব মহীয়সী !

তোমার ভালোবাসায় আজ আমি দিশেহারা ...

যদি পারো দিও একটু ভালোবাসা

নয়তো করোনা আমায় সবকিছু হারা।

তোমার যৌবন আজ নতুন বলে,

ভুলোনা আমার যৌবনের স্মৃতি ...

একদা আমার বুকের মাঝে ঘুমিয়ে ছিলে তুমি ।

আজ সবকিছুই কি বিস্তৃতি ?

তুমি যৌবনের উচছাসে 

আমার যৌবনকে করেছিলে নামী ...

তোমার যৌবনের সহানুভূতিতেই আমি

পৃথিবীতে আজ এতোটা দামি ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...