আমি কেন দামি
হে অপূর্ব মহীয়সী !
তোমার ভালোবাসায় আজ আমি দিশেহারা ...
যদি পারো দিও একটু ভালোবাসা
নয়তো করোনা আমায় সবকিছু হারা।
তোমার যৌবন আজ নতুন বলে,
ভুলোনা আমার যৌবনের স্মৃতি ...
একদা আমার বুকের মাঝে ঘুমিয়ে ছিলে তুমি ।
আজ সবকিছুই কি বিস্তৃতি ?
তুমি যৌবনের উচছাসে
আমার যৌবনকে করেছিলে নামী ...
তোমার যৌবনের সহানুভূতিতেই আমি
পৃথিবীতে আজ এতোটা দামি ।
No comments:
Post a Comment