Monday, June 10, 2019

সুমন দেবনাথ

আমি কেন দামি

হে অপূর্ব মহীয়সী !

তোমার ভালোবাসায় আজ আমি দিশেহারা ...

যদি পারো দিও একটু ভালোবাসা

নয়তো করোনা আমায় সবকিছু হারা।

তোমার যৌবন আজ নতুন বলে,

ভুলোনা আমার যৌবনের স্মৃতি ...

একদা আমার বুকের মাঝে ঘুমিয়ে ছিলে তুমি ।

আজ সবকিছুই কি বিস্তৃতি ?

তুমি যৌবনের উচছাসে 

আমার যৌবনকে করেছিলে নামী ...

তোমার যৌবনের সহানুভূতিতেই আমি

পৃথিবীতে আজ এতোটা দামি ।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...