Monday, June 10, 2019

সুব্রত সূত্রধর

বর্ণিত আবেগ


মেয়েটি ভালোবেসেছি তারে
যদিও অসুস্থ ছিল সমাজ ।
টুকটুকে গালে হাত দিয়ে ,
ছেলেটিও প্রেম জমাতো -
নির্বাক চলচ্চিত্রের কোণে ।
শুধু এই আধুনিক সমাজ 
মেয়েটির শালিনতা প্রেম বুঝেনি । 
ধনাঢ্য হয়ে ভালোবাসাও 
খেলা করতে পিছপা হয়নি  । 
অবশেষে , জানা গেল 
মেয়েটির ভালোবাসা -
রক্ত মাংস জড়িয়ে নেই 
ছিল আধুনিক যুগের এক টুকরো
ব্যাটারি চালিত রোবট । 
নিজেদের আধিপত্য বিস্তার 
আজ নিছকই একটি দূর্ঘটনা । 
রঙিন ফানুস আজ 
প্রেম হয়ে উড়তে পারেনি ।
প্রেম আজ যেন বিজ্ঞানের 
আশীর্বাদ স্বরূপ অভিশাপ । 


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...