Thursday, June 13, 2019

ড. রঞ্জিত দে

পিলাকের পথে
         

ভরা নদী ঢেউ খেলে -এপার ওপার ;
ভরা নৌকা ধীরে চলে -মাঝি গান গায়।
দূরে বন -ছায়া মেখে চেয়ে থাকে-
তীরে তীরে কৃষান- কামিন ফসল তোলে
দূরে কোন গাছে- কোলাহল উঠে-
সন্ধ্যার প্রদীপ জ্বেলে উলুধ্বনি দেয় ।
কোলাহল উঠে কোনো পল্লীর উৎসবে।
পাহাড়ের বুক চিরে আঁধার মাড়িয়ে,
রেলগাড়ি ছুটে যায় কু ঝিক-ঝিক রবে,
গর্জি থেকে বিশাশগড় কিংবা জিরানীয়া।
মনু থেকে ফেনী, কিংবা গোমতী।
রুদিজলার বিশাল হৃদয় জুড়ে,
বার বার স্বপ্ন গড়ে স্বপ্ন ভাঙ্গে।
চুল খোলা শকুন্তলা - মৃগ শিশু নিয়ে ,
খেলা করে তপোবনে- নদীতীরে।
মালিনীর কাছে গিয়ে মিনতি করে,
নাকি সুখ দুখ করে বিনিময়।
পিলাকের পথে পথে খুঁজে ফিরি-
দুরন্ত রাজকুমার অন্ধ পিঠে!
স্বপ্ন ভেঙে যায় - রেল অবরোধে ,
যাত্রীর লুল্লুড় - চিৎকার চেঁচামেচি।
লক্ষ্মীছাপ তিলটি , হারিয়ে গেছে, উত্তরে হাওয়ায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...