Monday, June 10, 2019

উৎপল দেবনাথ

মরা মনের কবর


মরা মনের কবরে

নিঃস্বার্থ ভালোবাসা।

স্বপ্নের ঢেউ জমবে

বেলা শেষে বিপন্ন আঁধারে।

ছিন্ন সেতার 

আজ নিজের সুরে অভিমান।

চোখের নুনা জলের স্বাদটা আর নেই

মরুভূমি পথে শুকিয়ে গেছে।

কবরের পাশে দূর্বাঘাসেরাও আজ কথা বলে না,

তারাও যেন মরা মন নিয়ে বসে আছে।

মরা মন তাকি আর রজনীগন্ধার গন্ধ পায়?

নিকষ কালো হয়ে গেছে এই মনের রঙ।

তপ্ত রোদে ডোমরাও মরা পোড়তে বিরক্তি পায়

তারাও যে কোনো না কোনো ভাবে

স্বার্থে বা নিঃস্বার্থে মরা মন নিয়ে বসে আছে।

কত প্রেমিক পাখি আসে যায়

এই মরা মনের কবরে

দুটু ঠোঁট ভেঙ্গে পাখির স্বরে

কত প্রেমের আলাপন 

কত বৌ-পাখির কত অভিমান।

এই কবর তো শুধু যেন কবর নয়

কত প্রেম কত ভালোবাসা স্বাক্ষী।

তবুও  এই মরা মনের কবরে

কেউ একটি ফুলও দিতে এলো না।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...