Wednesday, June 12, 2019

অনুপম রায়

প্রণাম

মাথার উপর ছাদ।
তার উপরে বোধহয় নেরোলেক পেইন্ট লাগানো।


কতকগুলি বাতাস লম্বা দন্ডের উপর।
ওরা যেন নর্তকী!
প্রত্যেক নর্তকীর পাশে একটা করে সূর্য। 
কিছু সূর্য তাজা আর কিছু সূর্য ফুস!
মানে বেঁহুশ।


সামনের জ্ঞানী পায়রা রবিকে বুকে নিয়ে কতগুলি বসন্ত পার করে দিল।
তাদের বসন্ত যাপন,আজ আমাদের শোনাবে।
শোনাবে তোতাকাহিনী,নির্ঝরের স্বপ্নভঙ্গ....


মঞ্চে রবির তেজে বাতি জ্বলেছে,
বাতির আলোতে পুরো পৃথিবী আলোকিত! 
সেই আলো গ্রোগাসে খেয়ে নিল অনুপম।


আবার,সেই আলোর কথা 
কেউ শোনবে,কেউ বুঝবে।
তবে,সবাই হাততালি দেবে!


সবেতে রবি সঙ্গী ছিল।
১৫৮ নং সিঁড়িতে উঠেও রবি আজও সঙ্গ দেয়।
প্রণাম রবি, তোমায় প্রণাম।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...