Monday, June 10, 2019

বিনয় শীল

বর্তমানের আর্তনাদ
                                               

হে ভবিষ্যত্-
পড়ো এখন,
বর্তমানের
কপাল লেখন ।।

আচার-বিচার-
পড়ে থাক,
বিবেক-বুদ্ধি-
গোল্লায় যাক ।।

মিথ্যেবাদীর-
ধ্বজা ধরি,
গা-জোয়ারির
পুজা করি ।।

গন্ড ভাসে-
নয়ন বানে,
খাল কাটিয়ে
কুম্ভীর আনে ।।

নিভায় দুঃখের-
অঙ্গার গুলি,
তরলাগ্নির-
লাভা তুলি ।।

ভণ্ডের হাতে-
খণ্ড খণ্ড,
মনুষ্যত্বের
মানদণ্ড ।।

জটিল-কুটিল-
পাতে  ফাঁদ,
বর্তমানের-
আর্তনাদ ।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...