Monday, June 10, 2019

বিনয় শীল

বর্তমানের আর্তনাদ
                                               

হে ভবিষ্যত্-
পড়ো এখন,
বর্তমানের
কপাল লেখন ।।

আচার-বিচার-
পড়ে থাক,
বিবেক-বুদ্ধি-
গোল্লায় যাক ।।

মিথ্যেবাদীর-
ধ্বজা ধরি,
গা-জোয়ারির
পুজা করি ।।

গন্ড ভাসে-
নয়ন বানে,
খাল কাটিয়ে
কুম্ভীর আনে ।।

নিভায় দুঃখের-
অঙ্গার গুলি,
তরলাগ্নির-
লাভা তুলি ।।

ভণ্ডের হাতে-
খণ্ড খণ্ড,
মনুষ্যত্বের
মানদণ্ড ।।

জটিল-কুটিল-
পাতে  ফাঁদ,
বর্তমানের-
আর্তনাদ ।।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...