Sunday, June 16, 2019

অমিত রুদ্র পাল

চলন

অনুভূতিগুলো খেলা করে
ইচ্ছের ছাউনি ঘরে
বৃষ্টি হলে চোখ মাখিয়ে
মিটমিট স্বরে ঝরে ।

আলতো ভিজে ঠোঁট রাঙিয়ে
ঘুমের নেশা ভরে
একটু পরে মেঘের রথে
দিগন্তের পথ ধরে ।

পাহাড় ঠুকে তারাই আবার
চুইয়ে শুষ্কে পড়ে
নীল নামটি গন্ধে রেখে
মাটির পিঠে চড়ে ।

সাদা মাটি, কালো মাটি
ক্লেদাক্ত পুষা দ্বন্দ্ব
নগ্ন হয়ে রূপ চুবিয়ে
চলন করে বন্ধ ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...