Wednesday, November 14, 2018

সুমন পাটারী

কু'আশা

অতপর আমরা ভেবেছিলাম একটি উন্মুক্ত সমুদ্রসকাল
দেখতে পাবো জম্পুই থেকে ফেনি উপত্যকা পর্যন্ত
কিন্তু বিষাদপুরুষের মতো শান্ত ও মূক পাহাড়
উপজাতি জীবনের ব্যথা ও বিমূর্ষতা নিয়ে
নিজেকে মেঘে ঢেকে রাখে রাত দিন।

অনেকদিন চলে গেলো
সাদা শিউলির মতো ভাত ফুটার অপেক্ষায়
সাতলক্ষ ঘরে এখন বাস করছে ভয় ও সন্দেহ।

আমরা দেখছি চুপচাপ
বনতন্ত্রে যে সব ধার্মিকরা 'ঘাইহরিণীর' বিচার চেয়ে
ধর্ণা দিয়েছিলো তারা আজ সিংহের বাসভবনে
দেখছে মোরগনাচ ও কাঁচে কাঁচে টঙ্কার।

ভাঙা ও অস্বীকার পর্বের সাথে
নতুন মুদ্রা প্রচলন হচ্ছে বাজারে
শুরু থেকে শুরু হচ্ছে এই আশ্বাস নিয়ে
উন্মাদ ও কাঠযুবক
ক্ষমতায়নে ঈশ্বরকে অস্বীকার করে

এভাবেই চলে যাবে আরো অনেক বছর
আমি বুড়ো হবো আমার বাবার মতো
আবার আমার বনজবাড়ির আর্তনাদময় উঠোন
থেকে একটি কাঁনা ঝিঙেলতা একটি মূর্ছাযাওয়া ফুল নিয়ে আশা করবে একটি সমুদ্রসকাল!

কবি পরিচিতিঃ-
-----------------------

ত্রিপুরা রাজ্যের তরুণ কবি সুমন পাটারী। তার জন্ম ১২ই জানুয়ারী ১৯৯৩ সালে। তাঁর কবিতায় সমাজের চাপা পড়া সত্যের মুখোমুখি হতে হয় পাঠককে। কত সত্য যে চাপা পড়ে থেকে যায় সেটা নিখুঁতভাবে তুলে এনে উপস্থাপনে সুমন পাটারীর তুলনা মেলা দায়! রাজ্যের বিভিন্ন প্রকৃতিগত বৈশিষ্টের সাথে জীবনকে যুক্ত করে একটা নতুনত্ব সৃষ্টি করে উপস্থাপন করেন তিনি। সাহিত্যে নতুনত্ব সৃষ্টি করাই তার লক্ষ্য। তিনি গ্রেজুয়েট (বিসিএ)। তিনি দক্ষিণ ত্রিপুরা থেকে 'দিনকাল' নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন।

প্রকাশিত কাব্যগ্রন্থঃ-
-----------------------------
১। মাটি মানুষ,
২।  তারা দেখার পাপ

যৌথ সংকলন
সমকালিন  ত্রিপুরার পনের জন কবির কবিতা

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...