Wednesday, November 14, 2018

প্রসেনজিৎ দে

অলিখিত পাতা
                           

ভালবাসার গল্প খানি 
আজও অলিখিত পাতায় 
পড়ে আছে।

অজানা সুরের প্রত্যাশা 
রোজ যেন গুমরে
পড়ে মরছে।

স্বপ্ন রাশি রাশি 
হাতছানি দিয়ে যায় 
দিনের শেষে।

হাতে হাত রেখে 
মায়াবী চোখে কথারা
ধরা দিচ্ছে ।

ফুল হয়ে ফুটি
তুমি রোজ আসো
প্রজাপতির বেসে।

সূর্য-কিরণ চোখে পড়লো
অলিখিত পাতা পড়ে রইল ।

কবি পরিচিতিঃ-
-------------------------
প্রসেনজিৎ দে দক্ষিণ ত্রিপরা জেলার সাব্রুমের দমদমায় জন্ম গ্রহন করেন। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ। ষষ্ঠ শ্রেণী থেকেই লেখালেখিতে হাতেখড়ি। সাব্রুম এমএমডি কলেজ থেকে ইংরেজি বিষয়ে সাম্মানিক। বর্তমানে একটি বেসরকারি ফিনান্স প্রতিষ্ঠানে কর্মরত।

শখ - চিন্তন ও লেখালেখি।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...