রোডম্যাপ
ঝাঁ চাকচিক্যের আড়ালে,
ঘোর তমসার-
হাঁড় হিম করা রাজত্ব ।
শুধু মিটমিটে প্রাণ পিদিমটা
পাঁজরাস্থির আচ্ছাদনে-
সযতনে লুক্কায়িত ।
তবুও সে-
এখন নিভে তো,
তখন নিভে বুঝি ।
ভয়ংকর আঁধারে ভাসে
আদিম ক্ষুধার-
কি বিভৎস উল্লাসের
উৎকট ধ্বনি !
কন্টকিত রোমকূপ-
যত উত্থিত,
চোয়াল তত শক্ত হয়ে উঠে ।
আমি নিশ্চিত,
বিধ্বংসী সুনামির কবলে-
শ্রেষ্ঠ জীব সমাজ ।
সূচিভেদ্য ঘনান্ধকারে-
আমার চোখ দুটো
চিরন্তন রোডম্যাপ তৈরি করে
আমি তাতে-
কেবল নূতন সূর্য খুঁজি !!
কবি পরিচিতিঃ-
-----------------------
কবি বিনয় শীল দক্ষিণ ত্রিপুরার হরিণায় জন্মগ্রহণ করেন। তাঁর বহুমুখী প্রতিভা তাঁকে সমাজের বিভিন্ন জায়গায় সমাদৃত করেছে। তিনি মূল্যত কবি, প্রাবন্ধিক, চিত্রশিল্পীও। মানুষকে মানুষ হিসেবে দেখার একটা দৃষ্টিকোন তার প্রতিটি লেখায় ফুটে উঠে। মানবতাবাদী লেখক তিনি। সমাজের বিভিন্ন চাপা পড়া সত্য তার লেখায় পাঠকরা খুঁজে পায়। তিনি বর্তমানে ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরে কর্মরত। পাশাপাশি একটি সাংস্কৃতির শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্টার এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।
No comments:
Post a Comment