Wednesday, November 14, 2018

সোমেন চক্রবর্তী

আগুন



ঘরে আগুন লেগেছে সাতসকালে

শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছে লকলকে শিখা
মিছিলের হাত ধরে জনাকীর্ণ পথে বিদগ্ধ দিনকাল।
আগুনটা রাষ্ট্র হতে সময় নিয়েছে কয়েক মুহূর্ত মাত্র।
লোকালয় ছেড়ে পালিয়েছে বসন্তবিলাসী পাখিরা
তুচ্ছ এক বাহানায় ঋতুবদল দেখেছি জানালার বাইরে 
বাইরের এতসব প্রলয় ভুলে 
ঘোর নিদ্রায় ডুবে থাকা আমিই সেই নাগরিক
বুকের ভিতরের আগুন সামলাতে গিয়ে


নড়ে উঠেছে যার পায়ের নীচের মাটি। 




কবি পরিচিতিঃ-
------------------------
ত্রিপুরা রাজ্যের তরুণ কবিদের মধ্যে এক উজ্বল নক্ষত্র কবি সোমেন চক্রবর্তী। জন্ম- ১৯৮৬ সালের ৪ঠা জুন ত্রিপুরার সাব্রুম মহকুমার দৌলবাড়ি গ্রামে। তিনি প্রাবন্ধিকও। 


কবির প্রকাশিত কাব্যগ্রন্থঃ-
১। আমাকে আর ভয় দেখিও না
২। জল আয়নার আমি


বর্তমানে কেন্দ্রীয় আরক্ষা দপ্তরে কর্মরত।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...