অন্ধের অসুখ
আলোকে আড়াল করে জাগছো এবেলা
সবেতো রাত্রির বার্তা আসে ঝড়ের তান্ডবে
মানুষটি হাঁটে সীমান্তে ক্লান্তি রেখে পথে।
ফসলে ঝুঁকে আছে বৃক্ষের বিরহ বিকেল
তার মুখ দেখে চিনে নিতে পারো যদি
জেনে যাবে বেগবান নদীটির গান
সমস্ত সুর বেতাল হলে ফিকে হয় আলো।
সময়ের ব্যর্থলিপি তুলে রাখো বুঝি
অবুঝ খেলালে মেলি চোখ, লিখে রাখো তুমি
আমাকে আড়াল করে অন্ধের অসুখ।
কবি পরিচিতঃ-
------------------------
ত্রিপুরার কাব্য সাহিত্যে এক পরিচিত মুখ কবি অপাংশু দেবনাথ। তার কবিতায় স্থানিক শব্দ, চিত্রকল্প, রূপকল্প এবং অবয়বে তাকে স্বতন্ত্রভাবে পরিচিতি দেয়।কবির জন্ম ২৫শে জানুয়ারী ১৯৭৩ সালে বিশালগড়ের জাঙ্গালিয়ায়। পেশায় সরকারী শিক্ষক।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
১। অপেক্ষার অম্নবালি
২। হাসনুহানার দেশে
৩। মৃত্তিকাঋণ মেঘমিতাকে
অন্যান্য গ্রন্থ :
১।বাঁশের সাঁকো
২। পাঁচজনের কবিতা
৩। এবং পাঁচ কবি
৪। জলীয় আরশিতে ভাসে ছায়াকথা
৫। ছুটির কথা
৬। জল ডুব ডুব শাপলা শালুক
No comments:
Post a Comment