Wednesday, November 14, 2018

সৌরভ চক্রবর্তী

অপ্রকট  আর্তনাদ 
                    


জীবনটা এক অভিশপ্ত মোড়ে এসে দাঁড়িয়েছে
নিজেকে হারিয়ে ফেলেছি অজানা মরুদেশে ।
নক্ষত্রশূন্য আকাশের চন্দ্রকিরণ যেন 
দিঘির জলরাশিকে শোভিত করে না ।
একাকীত্বের  দমফাটা আঁধারে  আজ
শুধু নিকোটিনের নেশায় আসক্ত ।
জানিনা  কোন  বিষাদের  বিষে
শিরা-উপশিরা ছিঁড়েফিরে যায় ।
এক  অব্যক্ত  মায়ার  বেড়াজালে যেন 
সুখের স্বাদগুলো চাপা পড়ে গিয়েছে।
আজও ভাবনাগুলোর ওপারে শুধু 
জীবনের মানে খুজেঁ বেড়াই ।

কবি পরিচিতিঃ-
--------------------------

সৌরভ  চক্রবর্তীর জন্ম ত্রিপুরার খোয়াই। মননস্রোতেই লেখালেখি করেন।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...