Wednesday, November 14, 2018

সৌরভ চক্রবর্তী

অপ্রকট  আর্তনাদ 
                    


জীবনটা এক অভিশপ্ত মোড়ে এসে দাঁড়িয়েছে
নিজেকে হারিয়ে ফেলেছি অজানা মরুদেশে ।
নক্ষত্রশূন্য আকাশের চন্দ্রকিরণ যেন 
দিঘির জলরাশিকে শোভিত করে না ।
একাকীত্বের  দমফাটা আঁধারে  আজ
শুধু নিকোটিনের নেশায় আসক্ত ।
জানিনা  কোন  বিষাদের  বিষে
শিরা-উপশিরা ছিঁড়েফিরে যায় ।
এক  অব্যক্ত  মায়ার  বেড়াজালে যেন 
সুখের স্বাদগুলো চাপা পড়ে গিয়েছে।
আজও ভাবনাগুলোর ওপারে শুধু 
জীবনের মানে খুজেঁ বেড়াই ।

কবি পরিচিতিঃ-
--------------------------

সৌরভ  চক্রবর্তীর জন্ম ত্রিপুরার খোয়াই। মননস্রোতেই লেখালেখি করেন।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...