Saturday, November 17, 2018

সঞ্জীব দে

শরীর-মহল
                         

জঙ্গলের ফাঁক দিয়ে আসা
এক খন্ড কিরণ নিয়ে
আজো আছি শামুকের মতো!
ঋতুবদলের নষ্ট জলে
তারা দেখে সাঁতার কাটি ।
আমার জানা ছিলনা মনের ছয় সদস্যক
শরীর-মহলে
আনাচে কানাচে এতো শ্যাওলা!

স্থির থাকতে চাইলে পিছলে যাই!
ফিরতে চাইলেই
রক্তে রক্তে রঙ্গিন হয়ে ওঠে
আমার আকাশ!

তবু আগামীর জন্য
রক্তাক্ত রঙিন তুলির
শৈল্পিক আচরনে সাজানো প্রয়োজন
ছোট্ট পাহাড়ি ক্যানভাস!

সব জাতের শরীর-মহলে
যে নদী প্রবহমান তার রং এক !

কবি পরিচিতিঃ-
--------------------------
কবি সঞ্জীব দে দক্ষিণ ত্রিপুরার রূপাইছড়ি অঞ্চলে জন্মগ্রহন করেন। তিনি প্রাবন্ধিকও।তার কবিতায় ফুটে উঠে সমসাময়িক সামাজিক রূপ। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আওয়াজ। পেশায় সরকারী শিক্ষক। কবির ধর্ম মানবতা।

কবি সঞ্জীব দে বিজয়া সাহিত্য পত্রিকাটি সম্পাদনা করেন। তিনি বর্তমানে ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ডের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

প্রকাশিত গ্রন্থ:-
১। ধর্ম সমাজ যুক্তিবাদ এবং
২। ফায়ার সহ অন্যান্য যৌথ কাব্য গ্রন্থ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...