Thursday, November 15, 2018

রীনা তালুকদার

ছবির সনেট-১৮

আজো বুকের ভেতর কেমন কেমন দুমড়ানো ব্যথা বাজে
সময় বয়ে যায় কিশোর কষ্টে হামাগুড়ি খেলা বাড়ে
চেয়েছি দিতে মুছে কালো কালি পোছে আরো উজ্জ্বলা ছাড়ে
বন্য মন ঘূর্ণনে বাঁশ বন কাঁশবন খড়ের গাদা
দীপ্ত তেজে শরতের ছাঁই মেঘ ঘোলাটে ঘোলাটে সাদা
কত স্মৃতির আড়ালে কথারা কাঁদায় গোপন বাগানে
থেকে থেকে উছলে চমকি স্মৃতিঝাঁক হৃদয় জাগানে

সোনালী দিন মোবাইলহীন টেলিপ্যাথির যোগাযোগ
চিরদিন কড়া নাড়ে বুকের সুগভীরে কাতর রোগ
এসির শীতল বাতাসেও হাই প্রেসারের থাকে চাপ
ছোট ব্যথা গলিত আবেগ নি:শ্বাসে নি:শ্বাসে দীর্ঘ ধাপ
শত শত প্রশ্নের সুক্ষ্ন চোখ ভিড় করে হাসির খামে
দেখে দেখে নীরব ভাবনা কথা অব্যক্ত হৃদয়ে নামে
সবার জানা তবু আকণ্ঠ পাবার কোলাহল ডানে বামে।

কবি পরিচিতঃ-
----------------------
বাংলাদেশের বিশিষ্ট কবি রীনা তালুকদার।
পিতা মো: আবদুল করিম। মাতা- আনোয়ারা বেগম। পড়াশুনা- এম.এ। জন্ম -২১ আগস্ট, ১৯৭৩, জেলা- লক্ষ্মীপুর, বাংলাদেশ। তিনি নব্বই দশকের কবি, প্রাবন্ধিক । মহাসচিব- অনুপ্রাস জাতীয় কবি সংগঠন। বিভাগীয় সম্পাদক: অনুপ্রাস সাহিত্য পাতা - দৈনিক স্বদেশ বিচিত্রা, সাপ্তাহিক কালধারা ও দৈনিক নব অভিযান। বিশেষ প্রতিনিধি: শিরদাঁড়া। বাংলাদেশ প্রতিনিধি: মননস্রোত (ত্রিপুরা, ভারত)।

প্রকাশিত কাব্যগ্রন্থ- ১৩টি, গবেষণা প্রবন্ধ-২টি (বিজ্ঞান কবিতার ভাবনা ও কাব্য কথায় ইলিশ), সম্পাদনা কাব্যগ্রন্থ-১টি, সহযোগী সম্পাদনা (বিষয়ভিত্তিক)- ১১টি। জাগ্রত ছোট কাগজের সম্পাদক। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- সাত মার্চ শব্দের ডিনামাইট (বঙ্গবন্ধু সিরিজ), বিজ্ঞান কবিতা, প্রেমের বিজ্ঞান কবিতা, স্বাধীনতা মঙ্গলে, বিজ্ঞান সনেট। বর্তমান সময়ে তিনি বিজ্ঞান সমন্বয়ে কবিতাকে নতুনত্ব দিয়েছেন। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হয় নব্বই দশকে।
লেখালেখির জন্য বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্মৃতি ফাউন্ডেশন-এর মহান বিজয় দিবস-২০১১ সম্মাননা ও সাপ্তাহিক শারদীয়া কাব্যলোক বিশেষ সম্মাননা-২০১৩ পেয়েছেন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...