Wednesday, November 14, 2018

সামিন শুভ

শেষের উপহার
                

তুমি আর আসলেনা,

দিয়ে যে গেলে
সেই শেষ উপহার;
ভালোবাসি বলে।
দু'টি গোলাপের বাহার
রেখে গেলে চলে;
টেবিলে আজও সেখানেই
যেখানে রেখে ছিলে।

বাতাসও ফুঁ মেরে
ওদের ফেলে দেয়না;
ইঁদুরটাও ভূল করে
চুরি ওদের করেনা,
ওরাও হয়তো জানে
এযে আমার প্রেয়সীর
শেষ দেওয়া উপহার
ভালোবাসার শ্রেষ্ঠ তীর।

আজও অনুভব করিনা
ওরা শুকিয়েছে কিনা,
আজও যেন চীরনতুন
আমার রিদয় বীনা ।

             

কবি পরিচিতিঃ-
----------------------------
শামিন শুভ ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় জন্মগ্রহণ করেন। গ্রাম-খাসচৌমুহনী, জন্ম ০৬ -০৪-১৯৯১ ইং। মূল্যত বাস্তবাদী ও প্রেমের সৃষ্টিশীল কবিতা লিখেন। তরুণ প্রজন্মের এই কবির লেখায় ফুটে উঠে প্রেম দেখার দৃষ্টিকোণ এবং মানসিকতা। মূল্যত মনন স্রোতের নিয়মিত লেখক তিনি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...