Wednesday, November 14, 2018

সামিন শুভ

শেষের উপহার
                

তুমি আর আসলেনা,

দিয়ে যে গেলে
সেই শেষ উপহার;
ভালোবাসি বলে।
দু'টি গোলাপের বাহার
রেখে গেলে চলে;
টেবিলে আজও সেখানেই
যেখানে রেখে ছিলে।

বাতাসও ফুঁ মেরে
ওদের ফেলে দেয়না;
ইঁদুরটাও ভূল করে
চুরি ওদের করেনা,
ওরাও হয়তো জানে
এযে আমার প্রেয়সীর
শেষ দেওয়া উপহার
ভালোবাসার শ্রেষ্ঠ তীর।

আজও অনুভব করিনা
ওরা শুকিয়েছে কিনা,
আজও যেন চীরনতুন
আমার রিদয় বীনা ।

             

কবি পরিচিতিঃ-
----------------------------
শামিন শুভ ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় জন্মগ্রহণ করেন। গ্রাম-খাসচৌমুহনী, জন্ম ০৬ -০৪-১৯৯১ ইং। মূল্যত বাস্তবাদী ও প্রেমের সৃষ্টিশীল কবিতা লিখেন। তরুণ প্রজন্মের এই কবির লেখায় ফুটে উঠে প্রেম দেখার দৃষ্টিকোণ এবং মানসিকতা। মূল্যত মনন স্রোতের নিয়মিত লেখক তিনি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...