Saturday, November 17, 2018

উৎপল দেবনাথ

প্রাণের মাঝি

তুমি নয় গো শুধু বন্ধু 
আমার প্রাণের মাঝি
যে দেশেতে যাবে নিয়ে 
যেতে আমি রাজি।

নদী ডিঙ্গে যাও যদি
চাঁদ সদাগরের দেশে
যাবো আমি তোমার সাথে
লক্ষ্মীন্দরের বেশে।

সপ্ত ডিঙির মাঝি তুমি 
সাত জনমের বাঁধা
যদি করি অকাল মরণ
স্মরণ নিয়ো যমের চরণ।
নিবে তুমি যুদ্ধ করি
আমার প্রাণপন।

পথের মাঝে হয় যদি
মোর অঙ্গ খাড়ি
নিবে তুমি জমাট করি
বুকের পাঁজর ধরি।

তাই তো তুমি আমার প্রাণমাঝি।

পরিচিতিঃ-
-------------------
উৎপল দেবনাথের জন্ম সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘরে। লেখালেখি শুরু মূল্যত মনন স্রোতেই। বর্তমানে এমবিবি কলেজে বাংলা অনার্সের শেষ বর্ষের ছাত্র।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...