প্রাণের মাঝি
তুমি নয় গো শুধু বন্ধু
আমার প্রাণের মাঝি
যে দেশেতে যাবে নিয়ে
যেতে আমি রাজি।
নদী ডিঙ্গে যাও যদি
চাঁদ সদাগরের দেশে
যাবো আমি তোমার সাথে
লক্ষ্মীন্দরের বেশে।
সপ্ত ডিঙির মাঝি তুমি
সাত জনমের বাঁধা
যদি করি অকাল মরণ
স্মরণ নিয়ো যমের চরণ।
নিবে তুমি যুদ্ধ করি
আমার প্রাণপন।
পথের মাঝে হয় যদি
মোর অঙ্গ খাড়ি
নিবে তুমি জমাট করি
বুকের পাঁজর ধরি।
তাই তো তুমি আমার প্রাণমাঝি।
পরিচিতিঃ-
-------------------
উৎপল দেবনাথের জন্ম সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘরে। লেখালেখি শুরু মূল্যত মনন স্রোতেই। বর্তমানে এমবিবি কলেজে বাংলা অনার্সের শেষ বর্ষের ছাত্র।
No comments:
Post a Comment